আসাদ ইকবাল মামুন

আসাদ ইকবাল মামুন

আসাদ ইকবাল মামুন জন্ম: ১ ডিসেম্বর, ১৯৬৭। জন্মস্থান: ভালুকা, ময়মনসিংহ। বুয়েট থেকে তড়িৎ কৌশলে স্নাতক। নারায়ণগঞ্জস্থ এশিরিয়া ব্যাবিলন পুস্তকবিপণির স্বত্বাধিকারী। হিস্ট্রি অব দ্য রিলিজিয়নস তার অষ্টম অনুবাদ-গ্রন্থ। ঐতিহ্য থেকে প্রকাশিত তার অন্যান্য অনুবাদ গ্রন্থগুলো হলো: মিথলজি প্রকাশ কাল ২০০৫; কসমস প্রকাশকাল ২০০৬; দি এনসিয়েন্ট ইজিপশিয়ানস প্রকাশকাল ২০০৮; ওয়ার্ল্ড অব মিথস প্রকাশকাল ২০০৯, ডিসকাভারিং আর্কিয়লজি প্রকাশ কাল ২০১০ এবং দ্য ড্রাগনস অব ইডেন প্রকাশকাল ২০১১। এশিরিয়া ব্যাবিলন। থেকে প্রকাশিত দ্য টাও অব ফিজিকস প্রকাশকাল ২০১৪। এছাড়া ঐতিহ্য থেকে ২০১১ সালে প্রকাশিত হয়েছে তার একমাত্র কাব্যগ্রন্থ, জল জ্যোৎস্নায় যে জীবন।

আসাদ ইকবাল মামুন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon