মঈনুস সুলতান জন্ম ১৯৫৬ সালের ১৭ এপ্রিল সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে ডক্টরেট করেন। বছর পাঁচেক কাজ করেন লাওসে—একটি উন্নয়ন সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টটিভ হিসেবে। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেসের। কনসালট্যান্ট হিসেবে জিম্বাবুয়ে, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান প্রভৃতি দেশে কাজ করেন অনেক বছর। ইবোলা সংকটের সময় লেখক ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নামে একটি ফান্ডিং কর্মসূচির সমন্বয়কারী হিসেবে সিয়েরা লিওনের ফ্রিটাউনে কাজ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সাভানা শহরে বাস করছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে শরণার্থীদের ত্রাণ সরবরাহ কর্মকাণ্ডে যুক্ত আছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কাবুলের ক্যারাভান সরাই, রোড টু কান্দাহার, সান্তা ফের আর্ট ডিস্ট্রিক্ট ও মুনলাইট ক্যাম্পফায়ার, আকাশরাজ্য, ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে ইত্যাদি।
৳ 0