শিহাবুল ইসলাম

শিহাবুল ইসলাম

শিহাবুল ইসলাম

ব্যাতিক্রমী ও নিজ খেয়ালে চলা স্বকীয় ধারার সাহিত্যিক ও কবি শিহাবুল ইসলাম ১৯৭৭ সালের ২৮শে মে বগুড়া জেলার বাঘোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মা’র তিন সন্তানের মধ্যে তিনি কনিষ্ঠ। বিরূপ পরিবেশে বেড়ে ওঠা এই সাহিত্যিক ১৯৯৩ সালে এস এস সি, ১৯৯৫ সালে এইচ এস সি, এরপর ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ ডিগ্রী সমাপ্ত করেন। মাঝ বয়সে লেখা শুরু করলেও অল্পবয়সেই অনুভব করেছিলেন বাংলা সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ। তাঁর লেখা ‘পূর্ব চতুর্দশী’ কাব্যগ্রন্থটি সাহিত্য মান ও ভাষাগত বলিষ্ঠতায় পাঠকের কাছে অনন্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও ‘হঠাৎ নামে সন্ধ্যা’ গল্পের বইটি একুশে বইমেলায় পাঠকের বেশ মনযোগ কেড়েছে। ‘বর্ষার আকাশে বৃষ্টি’, লাল গোলাপ, গোধুলী ভালোবাসা সহ বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও আরো দুটি কাব্যগ্রন্থ খুব শীঘ্র প্রকাশের অপেক্ষায়। কিছু যৌথ কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থও তার প্রকাশ পেয়েছে। বর্তমানে লেখালিখিকে নেশা ও পেশা হিসেবে গ্রহন করে নিয়েছেন এই লেখক।

শিহাবুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 3 of 3
View
Sort
0

৳ 0