রিজওয়ানুল ইসলাম

রিজওয়ানুল ইসলাম

রিজওয়ানুল ইসলাম অর্থনীতিবিদ। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। সংস্থাটির বিভিন্ন বিভাগে পরিচালক ছিলেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা প্রতিষ্ঠানে অতিথি বক্তা এবং ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা এবং গবেষণা করেছেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম স্থান অর্জন করার বিরল কৃতিত্বের অধিকারী ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উন্নয়ন অর্থনীতির বিভিন্ন বিষয়ে ড. ইসলাম গ্রন্থ রচনা এবং সম্পাদনা করেছেন। বিশ্বের প্রথম শ্রেণির গবেষণা-সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে তাঁর গবেষণামূলক রচনা প্রকাশিত হয়েছে। তাঁর অতিসাম্প্রতিক বই ফুল অ্যান্ড প্রোডাকটিভ এমপ্লয়মেন্ট ইন ডেভেলপিং ইকোনোমিজ লন্ডনের রাউটলেজ কর্তৃক প্রকাশিত হয়েছে। ইউপিএল ইতিপূর্বে প্রকাশ করেছে বাংলায় লেখা তাঁর আরেকটি বই উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার। এ ছাড়া ইউপিএল প্রকাশিত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা: সুবর্ণজয়ন্তীতে ফিরে দেখা গ্রন্থের তিনি যুগ্ম-লেখক।

রিজওয়ানুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon