শেলী নাজ

শেলী নাজ

শেলী নাজ জন্ম ১১ মার্চ, হবিগঞ্জে। বাবা মো. রহমত উল্লাহ, মা রহিমা খাতুন। শৈশব, কৈশোর ও তারুণ্যের উজ্জ্বল দিনগুলো কেটেছে সমুদ্রবিধৌত চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর। চাকরিজীবন শুরু জীবাণুবিদ হিসেবে, জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে ঢাকায় কর্মরত। শৈশব থেকেই লেখালেখি শুরু, মূলত কবিতা দিয়েই। প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক আজাদীতে। নক্ষত্রখচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদী প্রথম কাব্য। বিষাদ ফুঁড়ে জন্মেছি বিদ্যুৎলতা, শেকলে সমুদ্র বাজে, চর্যার অবাধ্য হরিণী, মমি ও মাধুরী, সব চাবি মিথ্যে বলে এবং সুচের ওপর হাঁটি নামে তাঁর আরও ছয়টি কাব্য এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গোড়া থেকেই হাঁটতে চেয়েছেন প্রথাবিরোধী ছকে। প্রতিনিয়ত খুঁজেছেন নিজের শেকড়। তাঁর কবিতায় রয়েছে আত্মনির্ণয়ের যন্ত্রণা, বিপন্নতা, সমাজবাস্তবতায় দ্বান্দ্বিক বোধ। আর লিখতে চেয়েছেন নারীর নিজের জগৎ, নিজস্ব বোধ, সমস্যা ও উপলব্ধির কথা।

শেলী নাজ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon