আবদুল গাফফার রনি

আবদুল গাফফার রনি

আবদুল গাফফার রনি জন্ম ৩ ডিসেম্বর, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামে, মাতুলালয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইছামতীর তীরঘেঁষা শ্যামকুড় গ্রামে তাঁর বেড়ে ওঠা। প্রকৃতির হাতছানিতে বেরিয়ে পড়েন দেশের পথে-প্রান্তরে, সাগরে-পাহাড়ে, জঙ্গলে। ভালোবাসেন বই পড়তে, গান গাইতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, মুহম্মদ জাফর ইকবাল আর পথিক গুহকে আইডল মেনে লিখে যাচ্ছেন বিজ্ঞান, প্রকৃতিবিষয়ক লেখা, এমনকি গল্পও। পড়া, লেখা আর ভ্রমণের পাশাপাশি দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে কর্মরত। বোস-আইনস্টাইন কনডেনসেট বইয়ের জন্য ২০২৩ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার। এছাড়া শিশুতোষ গল্পের জন্য ২০১৫ সালে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড।

আবদুল গাফফার রনি এর বই সমূহ

Showing 1 to 9 of 9

View

Sort icon