আকাশ আহমেদ ২০০৯ সালের ২৭ ডিসেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ ফিরোজ মিয়া এবং মাতা মোছাঃ আল্পনা খাতুন। বর্তমানে তিনি শাহীন স্কুল বকশীগঞ্জ শাখার নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অদম্য ভালোবাসা লালন করে আসছেন। কবিতার প্রতি ভালোবাসা গড়ে ওঠে পারিবারিক প্রেরণায়, বিশেষ করে তাঁর দাদার সাহিত্যচর্চার প্রভাব থেকে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। আকাশ মূলত প্রেম, প্রকৃতি এবং জীবনের সূক্ষ্ম অনুভব নিয়ে কবিতা লিখেন। তাঁর লেখার ভাষায় রয়েছে তরুণ মননের স্বচ্ছতা, হৃদয়ের গভীরতা এবং নিভৃত ব্যথার স্বর। ‘তোমার স্পর্শে গোধূলি রঙিন' তাঁর প্রথম কাব্যগ্রন্থ, যেখানে প্রেমের বহুমাত্রিক প্রকাশ—গভীরতা, অনুভব ও ভালোবাসার স্পর্শ— এক অনন্য কাব্যিক আবহে ধরা পড়েছে। অত্যন্ত অল্প বয়সেই নিজের একটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে পারা তাঁর জন্য যেমন গর্বের, তেমনি এটিই তাঁর স্বপ্নপূরণের পথে প্রথম সাফল্য। তিনি বিশ্বাস করেন, একজন কবির কলম শুধু শব্দের বাহক নয়, অনুভবেরও দীপ্ত প্রকাশ। ভবিষ্যতে আরও গভীর সাহিত্যচর্চার মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন তিনি।
৳ 0