সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম জন্ম ১৮ জানুয়ারি ১৯৫১ সাল, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৮১ সালে পিএইচডি করেন কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতা বিষয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, শিল্পকলার প্রাজ্ঞ প্রাবন্ধিক, সমাজনিষ্ঠ কলামলেখক এবং কথাসাহিত্যিক। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ গল্পগ্রন্থ : স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প (১৯৯৪), থাকা না থাকার গল্প (১৯৯৫), কাচ ভাঙ্গা রাতের গল্প (১৯৯৮), সুখদুঃখের গল্প (২০১১), বেলা অবেলার গল্প (২০১৪)। উপন্যাস : আধখানা মানুষ (২০০৬), তিন পর্বের জীবন (২০০৮), কানাগলির মানুষেরা (২০০৯), আজগুবি রাত (২০১০), দিনরাত্রিগুলি (২০১৩)। প্রবন্ধ ও গবেষণা : নন্দনতত্ত্ব (১৯৮৬, ২০১৫), কতিপয় প্রবন্ধ (১৯৯২), অলস দিনের হাওয়া (২০১৩), রবীন্দ্রনাথের জ্যামিতি ও অন্যান্য শিল্পপ্রসঙ্গ ইত্যাদি। সৈয়দ মনজুরুল ইসলামের প্রেম ও প্রার্থনার গল্প গল্পগ্রন্থটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই হিসেবে নির্বাচিত হয়। সাহিত্যে সার্বিক অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) ও একুশে পদক (২০১৮) লাভ করেন।

সৈয়দ মনজুরুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 25 of 25

View

Sort icon


Previous1Next