কেন ফলেট (জ. জুন ৫, ১৯৪৯) ব্রিটেনের ওয়েল্সের কার্ডিফ শহরে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ রোমাঞ্চ এবং ঐতিহাসিক উপন্যাস রচয়িতা। তার রচনায় ইতিহাস, রোমাঞ্চ এবং আদর্শিক দ্বন্দ্বের সুস্পষ্ট এবং যৌথ উপস্থিতি লক্ষ্যণীয়।১৯৭৮ সালে বিখ্যাত উপন্যাস আই অফ দ্য নিড্ল প্রকাশিত হবার পর তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জনপ্রিয় হয়ে উঠেন।
৳ 0