প্লাবন কুমার

প্লাবন কুমার

প্লাবন কুমারের জন্ম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ীতে। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। বই পড়ার তীব্র আকর্ষণ থেকে লেখালেখির প্রতি ভালবাসা সৃষ্টি। তার লেখা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে পত্রিকা, ম্যাগাজিনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নকালে মেইনস্ট্রিম অনুবাদের সঙ্গে যুক্ত হন। অনুবাদ করেছেন 'ছোট অভ্যাস বড় সাফল্য', 'দ্য মিরাকল মর্নিং', 'ইলুমিনাতি এজেন্ডা', 'টাইম ম্যানেজমেন্ট', 'লিডারশীপ-১০১' ইত্যাদি বই। তাছাড়া ব্লগ ও কন্টেন্ট রাইটিং করতে ভালবাসেন। স্বপ্ন দেখেন বাংলা সাহিত্যের নতুন এক দিগন্ত উন্মোচনের। স্বপ্ন দেখেন বই ও জ্ঞানের সমৃদ্ধ এক পৃথিবী গড়ার।

প্লাবন কুমার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon