ম্যাথু রাইলি

ম্যাথু রাইলি

পুরাে নাম ম্যাথিউ জন রাইলি। ১৯৭৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন তিনি। সিডনির সেন্ট আলােয়সিয়াস কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে প্রথম উপন্যাস লেখার কাজে হাত দেন লেখক। মাত্র ১৯ বছর বয়সে কন্টেস্ট নামক উপন্যাসের মাধ্যমে লেখার জগতে পা রাখেন। যদিও বইটি প্রথমে অস্ট্রেলিয়ার কোনাে বড়াে প্রকাশনীই প্রকাশ করতে চায়নি। অতঃপর নিজেই ব্যাংক। থেকে লােন নিয়ে বইয়ের ১০০০ কপির মতাে। ছাপিয়েছিলেন, প্রকাশনী ছাড়াই। এরপর আর কখনাে পিছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর হাত ধরেই এসেছে ইন্টারন্যাশনাল বেস্টসেলার স্কেয়ারক্রো এবং জ্যাক ওয়েস্ট সিরিজ দুটি। এছাড়াও টেম্পল, হােভার কার রেসার, দ্য টুর্নামেন্ট, ট্রল মাউন্টেইন এবং দ্য গ্রেট জু অফ চায়নার মতাে বেশ কয়েকটি বেস্টসেলার একক উপন্যাসও লিখেছেন। রাইলির বইগুলাে প্রায় ২০টি ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বজুড়ে প্রায় সাত মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

ম্যাথু রাইলি এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon