সৈয়দ বদরুল আহসান গত চার দশক ধরে সাংবাদিকতা করছেন। এই সমস্ত সময়ে, তিনি বাংলাদেশের কিছু নেতৃস্থানীয় ইংরেজি ভাষার সংবাদপত্রের জন্য কাজ করেছেন এবং তাদের অসংখ্য নিবন্ধ অবদান রেখেছেন। তিনি ভারত ও ব্রিটেনের সংবাদপত্র ও জার্নালের জন্যও লিখেছেন। তার আগ্রহের একটি বিশেষ ক্ষেত্র হল বই পর্যালোচনা। তার পাঠ বিস্তৃত হয়েছে এবং বিষয়ের বৈচিত্র্যকে কভার করেছে। তার নেশা ছিল বই সংগ্রহ করা, সেগুলি পড়া এবং সেগুলি নিয়ে লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করা জনাব আহসান বর্তমানে একজন স্বাধীন সাংবাদিক। লেখক হিসেবে তিনি এ পর্যন্ত বেশ কিছু বই লিখেছেন। তিনি তার সময় ঢাকা ও লন্ডনের মধ্যে ভাগ করেন।
৳ 0