মোঃ রফিকুল ইসলাম

মোঃ রফিকুল ইসলাম

মো. রফিকুল ইসলাম সাহিত্যিক নাম অনন্য রফিক। জন্ম ১৫ জানুয়ারি ১৯৭৭ খ্রিষ্টাব্দ, ১ মাঘ ১৩৮৩ বঙ্গাব্দ, ২৫ মহরম ১৩৯৭ হিজরি। বগুড়া জেলার অন্তর্গত গাবতলি উপজেলার সোনারায় গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে। পিতা নাজিম উদ্দিন মন্ডল মৌলভি শিক্ষক, মাতা অমেদা বেগম পেশায় গৃহিণী। লেখাপড়ায় হাতেখড়ি সরধনকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলা বিষয়ে অনার্সসহ মাস্টার্স-এর মাধ্যমে শিক্ষার সমাপ্তি সরকারি আযিযুল হক কলেজ বগুড়ায়। ধর্মকে বিসর্জন না দিয়ে স্বধর্মের সত্যের ছোয়ায় জীবনকে সুন্দর ও নৈতিক বোধের অধিকারী করা যায়, এই বিশ্বাসই তার লেখনীর উপজীব্য। বর্তমানে সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। দুই কন্যা অপর্ণা-অদ্বিতীয়া, সহধর্মিণী কল্পনা এবং মমতাময়ী মাকে নিয়ে শহীদ আব্দুল জব্বার রোড, জলেশ্বরীতলা বগুড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মেঘমুক্ত পড়ন্ত বিকেলে নদীর তীরে সূর্যাস্তে, রোদমাখা গ্রামে এবং শরৎ রাত্রির বিচ্ছুরিত জ্যোৎস্নায় খোলা মাঠে মৌন আড্ডা তাঁর অন্যতম পছন্দ।

মোঃ রফিকুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon