ড্যান অ্যারিলি (জন্ম: ২৯ এপ্রিল, ১৯৬৭, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন ইসরায়েলি-আমেরিকান অধ্যাপক এবং লেখক। তিনি ডিউক বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান এবং আচরণগত অর্থনীতির জেমস বি. ডিউকের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আচরণগত বিজ্ঞান থেকে অন্তর্দৃষ্টি বাস্তবায়নকারী বেশ কয়েকটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
৳ 0