শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত মারিও পুজোর গডফাদার (অখণ্ড) ও কিশোর ক্ল্যাসিক রবিন হুড। মৃত্যু ২৮ আগস্ট ২০২১, ঢাকায়।
৳ 0