শেখ বদিউজ্জামান

শেখ বদিউজ্জামান

পেশায় চিকিৎসক শেখ বদিউজ্জামান-এর জন্ম ১৯৮২ সালের ১ জুন বাগেরহাটের শরণখোলা থানায়। শৈশব বাগেরহাট ও বরিশালে কেটেছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এমবিবিএস অর্জন করে পরবর্তী সময়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল প্যাথলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ডিসিপি এবং ল্যাবরেটরি মেডিসিন বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার-এ ক্লিনিক্যাল প্যাথলজি বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ শামসুর রহমান এবং মা সফল নারী হিসেবে ‘জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত মিসেস তহমিনা রহমান। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্ত্রী ডা. জান্নাতুল নাঈমও পেশায় চিকিৎসক এবং চক্ষু বিষয়ে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। একমাত্র ছেলে রিহান আবদুল্লাহর পিতা শেখ বদিউজ্জামান অনেক আগে থেকেই গল্প-কবিতা লেখেন। ভালোবাসেন বৃষ্টি আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। উপন্যাস হিসেবে প্রকাশ করা ‘রঙের মেলায় একাকী একজন’ লেখকের প্রথম ও ‘ফাগুন গিয়েছে চলে’ দ্বিতীয় উপন্যাসের বই।

শেখ বদিউজ্জামান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon