মৌসুমি আক্তার মৌ

মৌসুমি আক্তার মৌ

মৌসুমি আক্তার মৌ, নড়াইলের ছোট্ট শহরে জন্ম। ছোটবেলা থেকেই গল্প, উপন্যাসের বই পড়ার প্রতি প্রবল নেশা ছিলো। পরিবার থেকে অ্যাকাডেমিক বইয়ের বাহিরে অন্য কোনো বই অনুমোদন না থাকায় বন্ধুদের নিকট থেকে বই সংগ্রহ করে পড়তেন। তাঁদের ভয়ে লুকিয়ে লুকিয়ে পড়তেন, এমনকি পাঠ্য বইয়ের ভাঁজে বই নিয়েও পড়তেন। আর বই পড়ার এই নেশা বা প্রেম থেকেই লেখালেখির প্রতি ঝোঁক সৃষ্টি হয়। ফেসবুকে অসংখ্য গল্প, উপন্যাস লিখলেও বই হিসেবে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক অভিষেক। বাংলা সাহিত্যের এই বরেণ্য লেখিকা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাববিজ্ঞান নিয়ে বিবিএ অনার্স শেষ করে বর্তমান যশোর সরকারি এম এম কলেজে এমবিএ মাস্টার্স করছেন। লেখিকার প্রথম বই ‘তুমি নামক প্রিয় অসুখ’ সবার নিকট সমাদৃত হোক আর তাঁকে পাঠকেরা ভালোবাসায় জিইয়ে রাখুক, এই প্রত্যাশায় দোয়াপ্রার্থী সে!

মৌসুমি আক্তার মৌ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon