সরদার শাহনূর

সরদার শাহনূর

সরদার শাহনূর ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৭ মে সিলেটের হবিগঞ্জ জেলায় বানিয়াচং থানার প্রতাপপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মেহেরাজ বেগম ও পিতার নাম আব্দুল ফাত্তাহ সরদার। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার স্ত্রীর নাম বাশিরা আক্তার, যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। ফাইয়াজ নামে তার একজন পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তিনি সপরিবারে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী আবাসিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন বৃন্দাবন সরকারি কলেজ থেকে। পরে স্নাতক ও স্নাতকোত্তর করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ২০১২ সালে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-তে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১৪ সালে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)-এ যোগদান করেন। অতঃপর ২০১৮ সালে তিনি দেশ টেলিভিশনে যোগদান করেন। তারপর ২০২০ এর জুন মাস থেকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে কর্মরত আছেন।

সরদার শাহনূর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon