আমীরুল ইসলাম

আমীরুল ইসলাম

আমিরুল ইসলাম জন্ম ৭ এপ্রিল ১৯৬৪ লালবাগ, ঢাকা। পিতা প্রয়াত সাইফুর রহমান। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পরে এই পুরস্কার পেয়েছেন আরও পাঁচবার। এছাড়াও পেয়েছেন সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯/২০১০), জাতীয় ছড়া উৎসব (২০১১) কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার (২০১৪)। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দু’শ। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকাশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্রকাশ পেয়েছে। দশ হাজার সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের উৎকর্ষধর্মী মাসিক আসন্নর। অধুনালুপ্ত দৈনিক বাংলার ছোটদের প্রথম চার রঙের কিশোরদের পাতা সম্পাদনা করেছেন পাঁচ বছর। চ্যানেল আই-তে প্রতিষ্ঠালগ্ন থেকে অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত। সাপ্তাহিক-এর প্রকাশকও তিনি। এছাড়া বাংলা একাডেমীর ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ, জীবন-রসিক, ভোজনপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর বিখ্যাত সব শহর ঘুরেছেন। প্রিয় সখ পুরনো বই ও চিত্রকলা সংগ্রহ, বইপড়া, দাবা খেলা, রবীন্দ্রসংগীত শোনা।

আমীরুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 29 of 29

View

Sort icon


Previous1Next