মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর জন্ম ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি, যুক্তরাষ্ট্রে। বহুল আলোচিত স্ট্রিং থিওরি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। ২৫ বছর ধরে অধ্যাপনা করছেন নিউইয়র্কের সিটি কলেজে। সর্বস্তরে বিজ্ঞানকে জনপ্রিয় করতে একাধিক বই লিখেছেন, উপস্থাপনা করেছেন বিজ্ঞানবিষয়ক বিভিন্ন রেডিও ও টিভি অনুষ্ঠানে। তাঁর লেখা জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে ফিজিকস অব দ্য ইমপসিবল, ফিজিকস অব দ্য ফিউচার, দ্য ফিউচার মাইন্ড, প্যারালাল ওয়ার্ল্ডস এবং দ্য ফিউচার অব হিউম্যানিটি। এর অধিকাংশই ‘নিউইয়র্ক টাইমস’-এ বেস্টসেলারের মর্যাদা পেয়েছে।
৳ 0