আর দশটা মানুষের মতো আমিও খুব সাধারণ একজন মানুষ। ভবিষ্যতে নিজেকে একজন সফল অনুবাদক এবং লেখক হিসেবে দেখতে চাই। সেজন্য বর্তমানটাকে নিজেকে তৈরির কাজে বিলিয়ে দিচ্ছি। যদি একশো বছর বাঁচি, তবে শেষ দিন পর্যন্ত বইয়ে ডুবে থাকতে চাই। সেটা বই লেখা, পড়া, বইয়ের প্রচার কিংবা বই সংক্রান্ত যেকোনো কিছু হতে পারে। বইয়ের সাথে নিজের "Future-self"-কে নাগাল পাওয়ার স্বপ্নে বিভোর একজন মানুষ আমি। পরিচয় বলতে এটুকুই যথেষ্ট নয় কি?
৳ 0