ভূঁইয়া সফিকুল ইসলাম

ভূঁইয়া সফিকুল ইসলাম

ভূঁইয়া সফিকুল ইসলাম

ভূঁইয়া সফিকুল ইসলাম, জন্ম ১৯৫৭, বাগেরহাটে। প্রকাশিত গ্রন্থসংখ্যা ২৮। তিনি রেডিও টেলিভিশনে তালিকাভূক্ত গীতিকারও। প্রায় ৫০০ গান লিখেছেন। লেখা গানের সিডি প্রকাশিত হয়েছে ১৫টি। নিজ গানে সুরারোপ করেন। বাংলা একাডেমি থেকে তাঁর একটি প্রবন্ধগ্রন্থও বের হয়েছে। তিন খণ্ডে 'গীতবিতান পরিরক্রমা' নামক বিশাল একটি কাজ, বাংলা একাডেমি থেকেই প্রকাশের অপেক্ষায়। একাধিক ননফিকশন ও ০১ টি উপন্যাসও প্রকাশিত হয়েছে। যুক্তিবাদ, মানবতাবাদ, অধ্যাত্মচেতনা, অসাম্প্রদায়িক মানবতা, সাম্রাজ্যবাদ বিরোধিতা, সময় ও স্বদেশভাবনা, প্রেম ও মরমিবাদ তাঁর সাহিত্যকর্মে বিশেষভাবে লক্ষ্য করা যায়। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি হতে অর্থনীতিতে এম এ। চাকরি জীবনে ছিলেন বাংলাদেশ সরকারের সচিব। 

0

৳ 0