ওমর আলী আশরাফ

ওমর আলী আশরাফ

ওমর আলী আশরাফ

আমি ওমর আলী আশরাফ। জন্ম ১৯৯২ সালের ২ জুন। বেড়ে ওঠা গ্রামের বাড়ি ওয়াসেকপুরে। এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় অবস্থিত। ৫ ভাই ২ বোনের মধ্যে আমি ষষ্ঠ। আমি হিফজ সম্পন্ন করি আমাদের গ্রামের প্রসিদ্ধ মাদরাসা জামেয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসেকপুরে। তারপর একজন যোগ্যতর আলেম হওয়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে এসে ভর্তি হই ঢাকার প্রবেশমুখে অবস্থিত দারুল উলুম মাদানীনগর মাদরাসায়। আমার যা কিছু অর্জন এবং মানস গঠন, তার প্রায় পুরোটারই কৃতিত্ব এখানকার প্রিয় উস্তাযগণের। শিক্ষাজীবনের শেষ তিন বছর কাটাই পুরান ঢাকার জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায়। এখান থেকে সম্পন্ন করি তাকমিল ফিল-হাদিস। বর্তমানে অধ্যয়ন ও লেখালেখি আমার প্রধান ব্যস্ততা। ভ্রমণ আর সংগীত বিশেষ পছন্দ। পাশাপাশি রয়েছে ‘বিন্যাস’ নামক বইপুস্তক সম্পাদনা, অনুবাদ ও প্রস্তুতকরণের একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান।

0

৳ 0