শওকত সাদী

শওকত সাদী

শওকত সাদী। তথ্য প্রযুক্তিবিদ। কবি ও কথা সাহিত্যিক। জন্ম ত্রিশে সেপ্টেম্বর, বাংলাদেশ। শিক্ষা: মাস্টার্স অব কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও তিনি রটম্যান স্কুল অব ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব টরোন্টো, কানাডা থেকে বিজনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তার বিষয় ছিল বায়োমেট্রিক এনাবেল ব্যাংকিং ব্যবস্থা। লেখালেখির শুরু গল্প লেখা ও সংবাদকর্মী হিসেবে কিশোর বয়স থেকে। পরবর্তীতে মাসিক ও দৈনিক পত্রিকার সম্পাদনা সহকারী হিসেবে কাজ করেন। ছাত্র জীবনে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহে সক্রিয় ছিলেন। কবিতা ও গল্প লেখার জন্য তিনি ছাত্রজীবনে কলেজের সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় পুরস্কার পান। শিল্পকলার অন্যান্য মাধ্যমেও রয়েছে নিভৃত পদচারণা। পরবর্তীতে প্রকাশনা ব্যবসার সাথে যুক্ত হন। প্রগতিশীল মননের উল্লেখযোগ্য বই এবং বিশ্বসাহিত্যেও অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন। নব্বই দশকের শুরুতে তথ্য প্রযুক্তি নতুন আলোয় বিশ্বময় উজ্জ্বল হতে থাকলে তিনি আমেরিকা ভিত্তিক স্কুল নিউ হরাইজনে তথ্যপ্রযুক্তির উপর পড়াশোনা করেন এবং তথ্যপ্রযুক্তিবিদ হিসেবে কাজ করেন। তিনি ভয়েক্স নামে ইংরেজী ফরাসি সাহিত্যেও ছোট কাগজের সম্পাদক। তিনি সৃজনশীল শাখায় শিশুকিশোরদের বইয়ের জন্য ইউনিসেফ-মীনা অ্যাওয়ার্ড পেয়েছেন।

শওকত সাদী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon