শাহাবুদ্দিন আহমেদ

শাহাবুদ্দিন আহমেদ

শাহাবুদ্দিন আহমেদ ন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিনের জন্ম ৬ মে ১৯৬৫ সালে শরিয়তপুরে। লেখাপড়া এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। কর্মজীবনের শুরু থেকেই সাংবাদিকতার সঙ্গে জড়িত। মাঝখানে ভিন্ন পেশার সূত্রে বছর দশেকের জন্যে প্রবাসী হয়েছিলেন। এখন আবার ঢাকায়। ইংরেজি এবং স্পানঞল ভাষা থেকে বস্তির অনুবাদের পাশাপাশি দেশি ও বিদেশি সাহিত্য নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। অনূদিত কাব্যগ্রন্থ, সাক্ষাৎকারগ্রন্থ, সম্পাদনা, কবিতাগ্রন্থ, জীবনী, প্রবন্ধ- সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ।

শাহাবুদ্দিন আহমেদ এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon