হক ফারুক আহমেদ জন্ম ২৭ মার্চ, ১৯৮১ লক্ষ্মীপুরের বিরাহিমপুর গ্রামে। ছেলেবেলা কেটেছে গ্রামে। চার বছর বয়সে চলে আসেন তিলােত্তমা ঢাকায়। পড়াশোনা, বেড়ে ওঠা সবই এই নগরীতে। আরমানিটোলা গভমেন্ট হাইস্কুল, নটরডেম কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। অর্জন করেছেন মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি। কলেজজীবন থেকে লেখালেখি করছেন। শুরুটা গান দিয়ে। এখনও ব্যান্ড মেটাল মেইজের অফিসিয়াল লিরিসিস্ট হিসেবে গান লিখছেন। সমান তালে চলছে গল্প, কবিতা লেখা। তার প্রথম কাব্যগ্রন্থ নিঃসঙ্গতার পাখিরা বের হয় ২০১৮ সালে। একই বছর বের হয় প্রবন্ধের বই ধীমান কথন। বর্তমানে দৈনিক যুগান্তর-এ সিনিয়র রিপাের্টার হিসেবে কর্মরত। ইতােমধ্যে অর্জন করেছেন সিটি ব্যাংক আনন্দ আলাে সাহিত্য পুরস্কার। স্ত্রী মেহেরী হাসান একজন ব্যাংকার। তাদের তিন সন্তান মায়ান, ফারিন ও মাজিন।
৳ 0