ইশতিয়াক আলমের জন্ম ২ এপ্রিল ১৯৪৬, কুষ্টিয়ায়। পেশাগত জীবনের শুরু কলেজের অধ্যাপনা দিয়ে। মাঝখানে টিউশনি এবং ফুটপাতের দোকানদারি। এরপর বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি লাভ। দীর্ঘসময় চাকরি করার পর স্বেচ্ছাবসর নিয়ে শুরু করেন এডুকেশন কাউন্সিলিং। শিক্ষার্থীদেরকে দিয়েছেন সহায়তা। গল্প, উপন্যাস, কল্পবিজ্ঞান, জীবনী, ভ্রমণকাহিনিসহ সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। গ্রন্থসংখ্যা ষোলোর অধিক। মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘মায়ের কাছে ফেরা’র জন্য ১৯৯২ সালে অর্জন করেন অগ্রণী ব্যাংক শিশু-সাহিত্য পুরস্কার।
৳ 0