কিঙ্কর আহ্‌সান

কিঙ্কর আহ্‌সান

কিঙ্কর আহ্‌সান জন্ম ১৯৮৯ সালের ৬ জুলাই কুষ্টিয়া জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। লেখালেখির শুরু তার দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার মাধ্যমে.বইমেলায় প্রকাশিত আঙ্গারধানি, কাঠের শরীর, রঙিলা কিতাব, স্বর্ণভূমি, মকবরা, আলাদিন জিন্দাবাদ ইত্যাদি কিঙ্কর আহ্‌সান এর বই সমূহ, যা বেশ পাঠকপ্রিয়তা লাভ করেছে।

কিঙ্কর আহ্‌সান এর বই সমূহ

Showing 1 to 16 of 16

View

Sort icon