মোহাম্মদ এমদাদুল ইসলাম

মোহাম্মদ এমদাদুল ইসলাম

মেজর (অব.) মােহাম্মদ এমদাদুল ইসলাম জন্ম চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতানপুর গ্রামে। অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর । ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। মিয়ানমারে চার বছর (১৯৯৯-২০০২) দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকারের কনস্যুলেট প্রধান হিসেবে কাছ থেকে দেখেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস ও রােহিঙ্গাদের দুর্দশা । এই অভিজ্ঞতার সুবাদে তিনি মিয়ানমার, বিশেষ করে রােহিঙ্গা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। পরে ডেমােক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে যােগ দেন। সেখানে লেন্দু ইনসার্জেন্ট গ্রুপের হাতে জিম্মি হিসেবে আটক সাতজন নেপালি সৈন্যের উদ্ধার অভিযানে। ব্যতিক্রমী, বীরােচিত ভূমিকার জন্য তিনি। জাতিসংঘ ফোর্স কমান্ডারের সর্বোচ্চ প্রশংসাপত্র পান। একজন শৌখিন গলফার। প্রকাশিত বই খরস্নায়ু (২০১৯)।

মোহাম্মদ এমদাদুল ইসলাম এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon