নাফিস তিহাম

নাফিস তিহাম

জন্ম ১৯৯৭ সালের ৪ অক্টোবর, ঢাকায়। পড়াশোনা ময়মনসিংহ জিলা স্কুল, ঢাকা সিটি কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে। বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। প্রতিযোগী হিসেবে গণিত অলিম্পিয়াডের সঙ্গে নাফিস তিহামের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। বর্তমানে একাডেমিক সহ-সমন্বয়ক। ২০১৫ সাল থেকে গণিত অলিম্পিয়াডের একাডেমিক টিমের একজন প্রশ্নপ্রণেতা হিসেবে কাজ করছেন। নিয়মিত লেখেন 'বিজ্ঞানচিন্তা', 'কিশোর আলো' এবং 'প্রথম আলো'তে। ভালোবাসেন গণিতের জটিল সমস্যা তৈরি করতে, সমাধান করতে এবং ছবি তুলতে। স্বপ্ন দেখেন তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশের এবং তার জন্য কাজ করার।