মনির উদ্দিন তামিম

মনির উদ্দিন তামিম

মনির উদ্দিন তামিম - স্বাস্থ্য ও শিক্ষা উদ্যোক্তা বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান “নিউরন হেলথ” এর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে কর্মরত আছেন। প্রতিনিয়ত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং ও মনন বিকাশে সহায়ক অসংখ্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন সোশ্যাল মিডিয়াগুলোতে। তাঁর প্রতিষ্ঠিত এডুকেশনাল কনসালটেন্সি সেন্টার “নিউরন প্লাস” সারা দেশ ব্যাপী ২০১৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে অত্যন্ত সফলতার সাথে। পাশাপাশি তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল “10 Minute School এ একজন শিক্ষক হিসেবেও কাজ করেন। এস এস সি পরীক্ষায় বরিশাল বোর্ডে প্রথম স্থান অধিকার করে এইচ এস সি সম্পন্ন করেন রাজউক উত্তরা মডেল কলেজ থেকে।মেডিকেলের পড়াশোনার পাশাপাশি তিনি উচ্চশিক্ষার স্বীকৃতি স্বরূপ হার্ভাড মেডিকেল স্কুল থেকে CME সার্টিফিকেট অর্জন করেন।একাডেমিক ও এডমিশনের শিক্ষার্থীদের জন্য তাঁর প্রকাশিত দুটি বই “এন্টিভাইরাস” ও “আল-ক্যামিস্ট” ।”এন্টিভাইরাস” ছিল ২০১৯ সালে একাডেমিক সেক্টরে বেস্ট সেলার বই। ২০২০ বইমেলায় তাঁর ও সাদমান সাদিকের বই "ব্রেইন বুস্টার" প্রকাশিত হচ্ছে।

মনির উদ্দিন তামিম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon