শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম। জন্ম ৫ জানুয়ারি ১৯৬৫, পাবনা। পিতা মোঃ শামছুজ্জামান পেশায় শিক্ষক ছিলেন এবং মাতা মোছাঃ নূরজাহান বেগম গৃহিনী। লেখালেখির অভ্যাস অনেকদিনের। জীবনের অন্তর্গত বোধ এবং দায়বদ্ধতা থেকে লিখে থাকেন। পেশাগত কারণে। বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘুরেছেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ। অর্জন করেছেন নানান অভিজ্ঞতা। তাঁর প্রথম প্রকাশিত জীবনধর্মী উপন্যাস অন্ধকারের অন্তরালে ২০০৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়। ২০১৭ সালে প্রকাশিত হয় শিশুতোষ গল্প বিল্ট-টুসির টম এন্ড জেরী সাজার গল্প।


নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 



Stay Connected   

Make payments via