কামরুল হাসান শায়ক

কামরুল হাসান শায়ক

কামরুল হাসান শায়ক জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৬৫ সালে, সৈয়দপুর, নীলফামারী। পিতা সিরাজুল হক ভূঁইয়া এবং মাতা সালমা বেগম। পিতৃনিবাস চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। বাংলাদেশের প্রকাশনা জগতে বিশেষজ্ঞ প্রকাশক হিসেবে সুপরিচিত। বাংলাদেশের প্রকাশনা-শিল্পকে সমষ্টিগতভাবে বিশ্বমানে উন্নীত করে আন্তর্জাতিক প্রকাশনাপ্রবাহে সংযুক্ত করার লক্ষ্যে তিনি প্রায় তিন দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বই বিপণনে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি এবং জাতীয় ও আন্তর্জাতিক বইমেলা আয়োজন ও অংশগ্রহণের ব্যবস্থাপনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি। জাতীয় পর্যায়ের সকল বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা, কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলাসহ অসংখ্য আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সরব উপস্থিতি নিশ্চিত করতে কামরুল হাসান শায়কের ভূমিকা প্রশংসনীয়। ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন (আইপিএ)-এ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পূর্ণ সদস্যপদ অর্জন এবং এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন (এপিপিএ)-এ বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন-এর কো-পাবলিশিং, ট্রান্সলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক নির্বাহী পরিচালক এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বই ‘এলোমেলো দুঃখগুলো’ (১৯৯৮), শিশুতোষ বই ‘জেমি ও জাদুর শিমগাছ’ (২০০৩) প্রকাশনা বিষয়ক বই ‘মুদ্রণশৈলী নান্দনিক প্রকাশনার নির্দেশিকা’ (২০১৮)। পাণ্ডুলিপি প্রস্তুতকরণ, সম্পাদনা ও প্রফরিডিং’ লেখকের প্রকাশনা বিষয়ক সিরিজের দ্বিতীয় বই।

কামরুল হাসান শায়ক এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon