অনিরুদ্ধ আলম

অনিরুদ্ধ আলম

অনিরুদ্ধ আলম

অনিরুদ্ধ আলম পেশাগত জীবনে একজন ফ্রিল্যান্স উন্নয়ন কর্মসূচি কন্সালটেন্ট এবং উন্নয়ন-যােগাযােগ বিশেষজ্ঞ। তিনি এ পর্যন্ত চল্লিশটিরও অধিক বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর প্রকাশিত বইগুলাের মধ্যে উল্লেখযােগ্য হল : ২৪ অক্টোবর ১৯৭১ (উপন্যাসিকা), এই সব রাত দিন (কিশাের কবিতা), দূরের ডাক (ছড়াকবিতা), তারপর তারপর (ছড়া), সকলের জন্যে পরিবেশ পরিবেশের জন্যে সকলে (ছড়ানাটিকা), পিঁপড়ে (সায়েন্স ফিকশন), অপারেশন ক্যালপি বত্রিশ (সায়েন্স ফিকশন), এবং ক্রিনাের অপেক্ষায় (সায়েন্স ফিকশন), তেইশ শত দুই সালের এক জানুয়ারি (ছােটোগল্প), দু’শ বছরের সেরা বাংলা কিশােরগল্প (সম্পাদিত গল্পের সংকলন), তােমাদের জন্যে বাংলা বানান (বাংলা বানান বিষয়ক প্রবন্ধ), আমাদের কালাে মানিক: মানিক বন্দ্যোপাধ্যায় (জীবনী)। শিক্ষাগত জীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং কমপিউটার-প্রযুক্তি বিষয়ে দেশেবিদেশে পড়াশুনা করেছেন। বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন।

অনিরুদ্ধ আলম এর বই সমূহ

View
Sort
empty data
0

৳ 0