যেমন দেখেছি ওয়ান ইলেভেন (হার্ডকভার)
যেমন দেখেছি ওয়ান ইলেভেন (হার্ডকভার)
৳ ৩৫০   ৳ ২৯৮
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

২০০৭ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার আগ্নেয়াস্ত্রের ঔরষ এবং ফখরুদ্দিন আহমদ সরকারের জঠর থেকে ওয়ান ইলেভেন 'ভূমিষ্ট' হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যে আমি বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় গেলাম পরিস্থিতি বোঝার জন্য। গিয়ে দেখি ড্রইংরুম ভর্তি মানুষ। মান্নান ভূঁইয়া এর-ওর কথায় মাথা নাড়ছেন, কখনো ডানে-বায়ে, কখনো উপরে-নিচে। এক পাশে কালো চশমা পরা হারিস চৌধুরী। আমি বসার পর ডক্টর মঈন খান আমাকে প্রশ্ন করলেন, ইয়াজউদ্দিন সাহেবের ভাষণ শুনে কি মনে হলো? দেশ দুর্নীতিতে ভরে গেছে'- এ লাইনটি কেমন হয়ে গেল না? আমি বললাম, ভাষণটি কলম-কালি দিয়ে লেখা হয়নি, লেখা হয়েছে বেয়োনেট দিয়ে। সায় দিলেন অন্যরা আরো কিছুক্ষণ কথাবার্তার পর সবাই উঠে গেলেন আস্তে আস্তে। হারিস চৌধুরীও। এরপর হারিস চৌধুরীকে বাংলাদেশে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি এখনোও নিখোঁজ। ওয়ান ইলেভেনের সময় কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক হিসেবে একটি ক্ষুদ্র পদে আমার অবস্থান থাকলেও তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে প্রায় সর্বক্ষণ থাকার সুবাদে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার আমি নীরব সাক্ষী। অনেক দিন ধরেই অনেকে আমাকে বলে আসছেন, সংস্কার প্রস্তাবের আদ্যাপান্ত অত্যন্ত কাছে থেকে দেখেছেন, বিভিন্ন জনের ভূমিকা প্রকাশ করেন না কেন। জবাব না দিয়ে আমি নিশ্চুপ থেকেছি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সব সময়ই নিশ্চুপ থাকব। কারণ, আমি দেখেছি, ওয়ান ইলেভেনের সময় যারা মান্নান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেছেন, সেটা তারা অনেকটা করেছেন প্রাণের ভয়ে, সম্মানহানির ভয়ে, গ্রেফতারের ভয়ে। মানুষের অসহায় অবস্থা নিয়ে কাহিনী ফাঁদা বা তাদের দুর্বল জায়গায় আঘাত করা আমার সংস্কৃতি ও রুচি অনুমোদন করে না। আবার সমসাময়িক কালে বিএনপির নেতৃবৃন্দের বিশ্বাস ও আস্থাভাজন হিসেবে অনেক ক্লাসিফায়েড তথ্যের সঙ্গেও আমাকে জড়িত থাকতে হয়েছে। নৈতিক কারণে সে-সবও প্রচার-প্রকাশ থেকে বিরত থাকবো। তবে এসবের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেগুলো ইতিহাসের উপাদান হতে পারে। ভবিষ্যতের গবেষকদের গবেষণায় এসব কাজে আসতে পারে। কাজে আসতে পারে রাজনৈতিক কর্মীদেরও। সেই লক্ষ্যে নিয়েই আমার এই স্মৃতিচারণ।

Title : যেমন দেখেছি ওয়ান ইলেভেন
Author : আহমেদ মূসা
Publisher : সূচীপত্র
ISBN : 9789848558065
Edition : 2022
Number of Pages : 136
Country : Bangladesh
Language : Bengali

আহমেদ মূসার জন্ম ১৯৫৭ সালের ১২ ফেব্রুয়ারি, নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ইজারকান্দি গ্রামে।

 

তাঁর প্রকাশিত হয়েছে উপন্যাসসমগ্র, নির্বাচিত গল্পগ্রন্থ, মঞ্চ ও টিভি নাটকসমগ্র। শিশুদের জন্য প্রকাশিত হয়েছে দু'টি গ্রন্থ। রাজনৈতিক হত্যাকাণ্ড-বিরোধী এবং মুক্তিযুদ্ধ-কেন্দ্রিক কয়েকটি গ্রন্থ রয়েছে। রয়েছে ইতিহাস-আশ্রয়ী উপন্যাস ও প্রবাসজীবন-কেন্দ্রিক উপন্যাস। অনেক টিভি নাটক ও ধারাবাহিক নাটকের নাট্যকার তিনি। প্রদর্শিত হয়েছে তাঁর মঞ্চ নাটকও।

 

সরাসরি দলীয় রাজনীতি করেছেন প্রায় একযুগ। পরে দলীয় রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্কচ্ছেদ ঘটে। পেশাগত জীবনে সাংবাদিকতার বাইরেও তিনি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক। বাংলাদেশে সর্বশেষে যুক্ত ছিলেন বাংলাভিশন ও সাপ্তাহিক ২০০০-এর সঙ্গে। ৬৪ বছর বয়েসে মৃত্যুর আগপর্যন্ত তিনি ছিলেন যুক্তরাষ্ট্র-প্রবাসী। প্রথাগত শিক্ষা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে। আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি পুরস্কারসহ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তিনি ১৭ এপ্রিল ২০২১ সালে মৃত্যুবরণ করেন।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]