সূচীপত্র

১৯৮৯ সালের নভেম্বরে সূচীপত্রের প্রতিষ্ঠা। সূচীপত্রের বই সুনির্বাচিত বই -এই আপ্তবাক্যকে ধারণ করে এ পর্যন্ত প্রকাশ  করেছে প্রায় ২১০০+ বই।  প্রথম দশকে কমিকস ও শিশুসাহিত্যের বই প্রকাশ করে প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে স্বকীয়তা পায়। ২০০০ সাল থেকে অগ্রসর পাঠকের জন্যে প্রকাশ করে আসছে সৃজনশীল ও মননশীল শাখায় বিষয়ভিত্তিক  ও বৈচিত্র্যময় বই।সূচীপত্র জন্মলগ্ন থেকে  দেশ-বিদেশের অসংখ্য বইমেলা, সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করে আসছে।

সূচীপত্র এর বই সমূহ

Showing 1 to 52 of 81

View

Sort icon


Previous12Next