কার্টুন পিপলের যাত্রা শুরু হয় ২০১৬ সালে, ছবি এঁকে গল্প বলতে আগ্রহী একদল তরুণ কার্টুনিস্টদের নিয়ে। বিগত বছরগুলোতে বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা এবং প্রদর্শনী আয়োজনের মাধ্যমে কার্টুন পিপল তরুণ কার্টুনিস্টদের দেশীয় গল্প ও চরিত্র নিয়ে কমিকস এবং অ্যানিমেশন তৈরিতে অনুপ্রাণিত করে আসছে। ২০২২ সাল থেকে, এই চেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে শুরু হয় “কার্টুন পিপল কমিকস”, একটি কমিকস প্রকাশনী, যেখানে আমাদের শিল্পীরা বিশ্বমানের কমিকস এবং শিশুদের বই প্রকাশে নিবেদিত। আমাদের গল্পগুলোকে দেশি-বিদেশি সকল পাঠকদের কাছে তুলে ধরতে, বর্তমানে “কার্টুন পিপল কমিক্স” নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৳ 0