পড় প্রকাশ

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের সৃজনশীল জ্ঞানচর্চার মানোন্নয়নের লক্ষ্যে পড়প্রকাশ-এর আত্মপ্রকাশ। আমরা চাই- মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক। নিজে আলোকিত হোক; পরিবার, সমাজ ও পরিবেশকে আলোকিত করুক-মহান রবের বাণী-পড় তোমার রবের নামে-এর আলোতে। আমরা চাই, দেশের প্রতিটি বিভাগ, প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম এবং প্রতিটি গৃহকোণ মহান আল্লাহর এই বাণীর দ্যুতিতে ভাস্বর হয়ে উঠুক। আমরা স্বপ্ন দেখি এমন এক প্রজন্মের, যারা বিপুল অধ্যয়ন নিয়ে জেগে উঠবে, যাদের আঙুলের ইশারায় সমাজ বদলে যাবে, যাদের নিয়ে ইতিহাস রচিত হবে; আমরা তাদের ঠিক এই জায়গায় দেখতে চাই, তাদের স্বপ্ন দেখাই এবং সর্বাত্মক সহায়তার প্রত্যয় ব্যক্ত করি। আমরা অঙ্গীকার করি, ডাকপিওন হয়ে আপনাদের দ্বারে দ্বারে ওহির আলোর সেই পত্রখানা পৌঁছে দেব, যা আল্লাহ তায়ালা আপনাদের জন্য পাঠিয়েছেন। সত্য, সুন্দরের জয় হোক- এই অভিপ্রায়ে আমাদের সমস্ত চেষ্টা ও প্রয়াস নিবেদিত। পড় একটি সামাজিক আন্দোলন; একটি সচলায়তন প্রতিষ্ঠান। পড় চায় সমাজের কুসংস্কার, অসংগতি ও ভারসাম্যহীনতাকে প্রশ্নের সম্মুখীন করে এবং মানুষের চিন্তা, আচরণ ও অনুশীলনের ভাঁজে ভাঁজে জমে থাকা কালিমা সরিয়ে সমাজকে নির্মল ও পবিত্র করতে। এই সমাজ সংস্কারের আন্দোলনে আমরা আপনাদের পাশে চাই; আপনি নিজে পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন পড়তে, পড়তে এবং পড়তে... আমরা বিশ্বাস করি ধর্মীয় শিক্ষা আমাদের আত্মা। বৈষয়িক শিক্ষা আমাদের অলংকার। আশা করি, আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরো দৃঢ় হবে। স্বপ্ন পূরণের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুক

পড় প্রকাশ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon