মোস্তফা তানিম

মোস্তফা তানিম

মোস্তফা তানিম লেখালেখি করছেন তিন দশক ধরে। তাঁর বেশির ভাগ গ্রন্থ বৈজ্ঞানিক কল্পকাহিনি এবং বিজ্ঞান বিষয়ক হলেও তিনি অন্যান্য জনরায় নিয়মিত লিখে থাকেন। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই তিনি শিশু-কিশোর সাহিত্য, রম্য রচনা এবং অন্যান্য অঙ্গনে পাঠকপ্রিয় হয়েছেন। লেখকদের তীর্থভূমি হিসেবে খ্যাত কচিকাঁচার আসর দিয়ে তাঁর লেখক জীবনের সূচনা। নব্বই দশকে পত্রিকার জন্য দুই হাতে লিখেছেন। এখন নিয়মিত লিখছেন প্রথম আলোতে। লেখালেখির মতো তাঁর পেশাও ভীষণভাবে বিজ্ঞানকেন্দ্রিক। বুয়েটে লেখাপড়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি মার্কিন আইটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। জগতের রহস্যময়তা ও যুক্তি- এই দুটি বিপরীতমুখী জিনিস তাঁকে সমানভাবে টানে। তাঁর লেখালেখিতে এই দুইয়ের সুন্দর সমন্বয় ঘটেছে। যে কারণে তাঁর সায়েন্স ফিকশন অথবা বিজ্ঞানের তথ্যমূলক গ্রন্থগুলো কেবল বিজ্ঞানের নীরস কচকচানি নয়, একই সাথে রহস্যময় জগতের সরস বর্ণনামুখর সাহিত্য। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা উনিশ।

মোস্তফা তানিম এর বই সমূহ

Showing 1 to 7 of 7

View

Sort icon