মুসাব্বির ইসলাম রাফি

মুসাব্বির ইসলাম রাফি

ছেলেবেলায় ক্লাসে ছড়া লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন শিক্ষক ও সহপাঠীদের। না বুঝে লেখা সেই ছড়ার ভূয়সী প্রশংসা পাওয়া থেকেই সম্ভবত লেখালিখির প্রতি অনুরাগ জন্মেছিল। জন্ম চট্টগ্রাম শহরে। বেড়ে ওঠা সেখানেই। ঢাকার এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করেই চাকরিজীবনে পা রাখেন। থিওরি তেমন ভালো না লাগলেও, কোডিং করাটা নেশার মতো ছিল। গেইম ডেভলপমেন্টের দিকটায় বিশেষ আগ্রহ থাকার কারণে ইঞ্জিনিয়ারিং পাস করার আগে থেকেই ইন্টার্নশিপে যোগ দেন শুধু এই বিষয়ে জ্ঞান বাড়ানোর জন্য। সেই থেকেই গেইম ডেভলপমেন্টের সাথে পথচলা শুরু। নিজে শেখার পাশাপাশি গেইম ডেভেলপমেন্টের ওপর ওয়ার্কশপ আর ট্রেইনিং দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ২০২০ সালে অমর একুশে বইমেলায় “লাইভ আঁকিবুঁকি” নামে লেখকের বই (দ্বৈতভাবে) প্রকাশিত হয় যেখানে Augmented Reality প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
প্রযুক্তি ছাড়াও, বাংলা সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ পোষণ করে থাকেন। ভালবাসেন বই পড়তে। থ্রিলার বই ও সিনেমার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে, অবসরে ভালবাসেন গান শুনতে কিংবা প্রিয় কাউকে নিয়ে চমৎকার কোথাও কিছুদিনের জন্য হারিয়ে যেতে।

মুসাব্বির ইসলাম রাফি এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon