এস এম নিয়াজ মাওলা

এস এম নিয়াজ মাওলা

এস এম নিয়াজ মাওলা। ধনু রাশির জাতক নিয়াজ স্বপ্ন দেখতে ভালোবাসেন, ভালবাসেন মানুষের জন্য কিছু করতে। আর তাই নিজেকে জড়িয়ে রেখেছেন চিকিৎসা পেশায়। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ডা: নিয়াজ অবসর সময়ে লেখালেখির মাধ্যমেই নিজের ভালোলাগাকে খুঁজে ফিরেন। তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস সরলরেখা বক্ররেখা ছিল একটি বারোয়ারী উপন্যাস। ২০১২ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বারোজন লেখকের লেখা এই উপন্যাসটি সেই সময়ে পাঠক সমাজে যথেষ্ট সাড়া ফেলেছিল। একই বছর জার্মান রেডিও সম্প্রচার কেন্দ্র ডয়েচে ভেলের ববস প্রতিযোগিতায় ইউজারদের ভোটে বাংলা ভাষার সেরা ব্লগ হিসেবে পুরস্কার পায় তাঁর ব্যক্তিগত ব্লগ ‘সুড়ঙ্গ’। এছাড়াও তিনি ২০১৩ সালে পাক্ষিক অর্থকন্ঠ পত্রিকা থেকে অর্থকন্ঠ হেলথ এওয়ার্ডও পেয়েছিলেন। বর্তমানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের পুরাণ কাহিনি নিয়ে লিখছেন, যা ‘আদি থেকে অন্ত’ সিরিজ হিসাবে ইতোমধ্যেই পাঠকমহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।

এস এম নিয়াজ মাওলা এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon