তামান্না স্মৃতি

তামান্না স্মৃতি

তামান্নার স্মৃতি রাজশাহীর একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম। পেশায় একজন চিকিৎসক হলেও বাংলা সাহিত্যের প্রতি ভালােবাসা সেই ছোট বেলা থেকেই। লেখালেখির প্রথম হাতে খড়ি হয়েছিল যখন উচ্চ মাধ্যমিকে পড়তেন সেই সময়। বাবা-মা সবসময় তার পাশে থেকে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি এখন স্বামী আর দুই সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন। বর্তমানে নিজের পেশা সামলিয়ে যতটুকু সময় পান ততটুকু সময় নিজের লেখালিখিতে ব্যয় করেন। তিনি মনে করেন, একজন লেখকের সবচেয়ে বড় পাওয়া হলাে পাঠকের কাছে একজন প্রকৃত লেখক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। আর সে চেষ্টাই জীবনের বাকি সময়টুক করে যাবেন তিনি। এটাই লেখকের এখন একমাত্র চাওয়া, নিজের কাছে তার একমাত্র তাঙ্গীকার।

তামান্না স্মৃতি এর বই সমূহ

Showing 1 to 4 of 5

View

Sort icon