প্রাতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদে। কিন্তু আগ্রহের জায়গা মূলত তথ্যপ্রযুক্তি। পেশাগতভাবে কাজ খুঁজে বের করেছেন নিজের আগ্রহ ও একাডেমিক পড়াশুনা এই দুই শিক্ষার মধ্যবর্তী স্থানে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে শুরু করে গত এক যুগেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট এবং তৎসংশ্লিষ্ট কর্মক্ষেত্রসমূহে।
উচ্চতর শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কিছুদিন জার্মানিতে থাকলেও বর্তমানে দেশেই থিতু হয়েছেন। শীর্ষ আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সফলভাবে বিপুল সংখ্যক কর্মঘন্টায় অসংখ্য প্রজেক্ট সম্পন্ন করে বর্তমানে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। নিজে সফলতার সাথে কাজের পাশাপাশি সৃষ্টি করেছেন কর্মসংস্থানও।
৳ 0