মোহাইমিন পাটোয়ারী

মোহাইমিন পাটোয়ারী

মোহাইমিন পাটোয়ারী বর্তমানে বাংলাদেশের একটি কনসালটেন্সি ফার্মে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ডিগ্রি সম্পন্ন করে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ‘চার্টার্ড ফাইনান্সিয়াল অ্যানালিস্ট' প্রোগ্রামে যোগ দেন। অর্থনীতি এবং ফাইনান্সের পাশাপাশি গণিতের প্রতিও রয়েছে তার তীব্র ঝোঁক। সিএফএ অধ্যয়নকালেই তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে দ্বিতীয় স্নাতক প্রোগ্রামের ছাত্র হিসেবে যাত্রা শুরু করেন। সেখান থেকে ২০১৬ সালে স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা দশে অবস্থান করার পুরস্কার অর্জন করেন। ২০১৭ সালে তিনি সবচেয়ে কম সময়ে (তিন বছরে) সিএফএ ডিগ্রিও সম্পন্ন করেন। গণিতে স্নাতক সম্পন্ন করার আগেই নরওয়েতে মাস্টার্স প্রোগ্রামের জন্য তার ডাক পড়ে। পরবর্তীকালে ‘নরওয়েজিয়ান স্কুল অব ইকনমিক্স' থেকে দ্বৈত মাস্টার্স প্রোগ্রামের জন্য তাকে বৃত্তি প্রদানপূর্বক জার্মানির স্বনামধন্য ‘মানহাইম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে কৃতিত্বের সাথে দুটি মাস্টার্স প্রোগ্রাম শেষ করে তিনি বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি সরল বাংলায় সবার জন্য অর্থনীতির বই লিখে যাচ্ছেন। তার প্রকাশিত বই— 'ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য’ এবং ‘সুদ হারাম কর্জে হাসানা সমাধান' ইতোমধ্যেই বেস্টসেলার খেতাব অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ভ্রমণ, এবং ভাষা শিক্ষার জগতেও তিনি একজন সক্রিয় ব্যক্তিত্ব। ২০১৮ সালে চাইনিজ ব্রিজ কম্পিটিশনে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানসহ খেলাধুলার জগতে রয়েছে তার একাধিক পুরস্কার। বই লেখার পাশাপাশি সংবাদপত্রেও তিনি কলাম লিখেন। তার সরল ভাষায় এবং গল্পের ভঙ্গিমায় লেখাগুলো ইতোমধ্যেই পাঠকদের মন কেড়েছে।

মোহাইমিন পাটোয়ারী এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon