শফিক ইকবাল

শফিক ইকবাল

শফিক ইকবাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাপে ভর্তি হন। সেখান থেকে সফলতার সাথে নৃবিজ্ঞানে প্রথম শ্রেণীতে বিএসএস ও এমএসএস সম্পন্ন করেন। শফিক ইকবাল সব ঘরানার বই অনুবাদ করতে সক্ষম। ২০২৪ সাল পর্যন্ত তার ১৯ টি অনুবাদ বই প্রকাশিত হয়েছে। তার অনুদিত কিছু উল্লেখযোগ্য বই হলো "ইবনে আরাবির সময় ও সৃষ্টিতত্ত্ব", "ফুতুহাতে মাক্কিইয়া", "অল দ্য প্রাইম মিনিস্টার'স ম্যান" ইত্যাদি। 

শফিক ইকবাল এর বই সমূহ

Showing 1 to 5 of 6

View

Sort icon