রাববানী সরকার রাজশাহী জেলার তানোর থানাধীন নিবিড় পল্লী মুন্ডুমালা হাটে ১ জুলাই ১৯৬৯ সালে নিম্নমধ্যবিত্ত রক্ষণশীল এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সবির উদ্দীন সরকার এবং মাতা মরহুমা মাজেদা বেগম। আট ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর শৈশব-কৈশোর কাটে ঢাকার মগবাজার, মধুবাগে। ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে তিনি ১৯৮৯ সালে বিএ পাশ করেন। ছেলেবেলা থেকেই তাঁর সাহিত্যজগতে পদার্পণ। প্রাথমিক শিক্ষাশেষে মাদ্রাসায়ে আলিয়ায় পড়াশোনাকালীন কবি নজরুলের গজলে অনুরক্ত হয়ে পড়েন। পরবর্তীতে কবিতা ও সংগীতের প্রতি অনুরাগ জন্মে তাঁর। ছড়াকবিতা লেখার হাতেখড়ি তাঁর এখান থেকেই। ১৯৭৯ সালে ঢাকার মগবাজারে শের-ই বাংলা উচ্চবিদ্যালয়ে মাসিক দেয়ালপত্রিকা সম্পাদনার মাধ্যমে লেখালেখির সূত্রপাত ঘটে। পরবর্তীতে নিজগ্রামে 'ভোরের আলো' নামে একটি দেয়ালিকা এবং পরে ১৯৮৬ সালে পর্যন্ত ষান্মাসিক 'ভোরের আলো' নামে পত্রিকাটির সম্পাদনা করেন তিনি। রাজশাহী সরকারি সিটি কলেজে পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বার্তা, দৈনিক বার্তা, সাপ্তাহিক সোনার দেশ, সাপ্তাহিক নন্দিনী পত্রিকাসহ অন্যান্য লিটল ম্যাগাজিনে তাঁর লেখা ছাপা হয়। তিনি ৮৭, ৮৮, ৮৯ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। এই সময়ে তাঁর লেখা কবিতার স্ফূরণ ঘটে। ১৯৯১ সালে চাকরিসূত্রে বগুড়ায় আসেন। বর্তমানে তিনি বগুড়ায় অবসর জীবনযাপন করছেন এবং নীরবে-নিভৃতে গল্প-কবিতা লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন।
৳ 0