মোশতাক আহমেদ

মোশতাক আহমেদ

মোশতাক আহমেদ জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫ ফরিদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলাজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন: রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটদের গ্রহে, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানর, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিটো, গিগো, রিরি, নিরি। সায়েন্স ফিকশন সিরিজ  রিবিট কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট। ভৌতিক: অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা। গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : ডাইনোসরের ডিম, লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ।স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ুন আহমেদ।মুক্তিযুদ্ধ: নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। জকি তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। পুরস্কার : নক্ষত্রের রাজারবাগ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮।

মোশতাক আহমেদ এর বই সমূহ

Showing 1 to 52 of 134

View

Sort icon


Previous123Next

নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
 
 



Stay Connected   

Make payments via