গল্পের মানুষ আহমেদ রিয়াজ। মূল নাম বি এম রিয়াজ আহমেদ। বইয়ের সংখ্যা একশরও বেশি। দেশে যুক্তবর্ণবিহীন গল্প তিনিই প্রথম লেখা শুরু করেন। যুক্তবর্ণবিহীন বইয়ের সংখ্যা তিরিশটিরও বেশি। লেখালেখির জন্য প্রথমেই পেয়েছেন অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, বঙ্গাব্দ ১৪১৫। গল্পের জন্য সৃজনশীল শাখায় মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন তিনবার -২০১১, ২০১৩ ও ২০১৪ সালে। সাধারণ গদ্যে এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন ২০১৪ সালে। ২০১০ সালে সেরা রহস্য এবং ২০১৪ সালে সেরা পরিবেশবিষয়ক লেখক হিসেবে পেয়েছেন ছোটদের মেলা পুরস্কার।
৳ 0