উৎস প্রকাশন

মোস্তফা সেলিম ২০০১ খ্রিস্টসালে প্রতিষ্ঠা করেন উৎস প্রকাশন। এই প্রতিষ্ঠানের কার্যালয় ১১৪-১১৫, ১২৭ ও ১২৯ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা ১০০০। এক নতুন শতাব্দী সূচনাক্ষণে প্রকাশনার শেকড়সন্ধানী এ প্রতিষ্ঠানের সব প্রচারপত্রে তাই অনিবার্যভাবে মুদ্রিত হয় ‘আমাদের চেতনার শেকড় প্রোথিত, মাটি ও মানুষের কাছে। আবহমান সংস্কৃতি-ইতিহাসই আমাদের আশ্রয়ভূমি। প্রাচীন ইতিহাসের স্তূপে তাই খুুঁজি আমাদের আত্মপরিচয়। এই খোঁজাখুঁজিতে বেরিয়ে আসতে থাকে অমূল্য গ্রন্থরাজি। আমরা খুঁজে পাই সিলেট অঞ্চলের ইতিহাসের প্রথম বাংলা গ্রন্থ। সেই কবে ১৮৮৬ সাল, তারপর এগিয়েছে সময়, এগিয়েছে ইতিহাসযাত্রা। আমরা সূত্রধরের মতো সংযোগ দিয়ে যাই ১৮৮৬ সাল, তারপর এক এক করে...’। সেরামানের গ্রন্থ প্রকাশনার জন্য ২০০৮ সালে বাংলা একাডেমি সম্মাননা লাভ করে উৎস।

উৎস প্রকাশন এর বই সমূহ

Showing 1 to 49 of 49

View

Sort icon