মঈনুল আহসান সাবের

মঈনুল আহসান সাবের

মঈনুল আহসান সাবের জন্ম ঢাকায়। ২৬ মে ১৯৫৮। পৈত্রিক ভিটে বরিশালের পিরোজপুর। যদিও বাংলাদেশের প্রায় পুরোটাই ঘুরেছেন, গেছেন বরিশালেও, যাওয়া হয়নি ঐ পিরোজপুরে। জন্ম থেকে এখন পর্যন্ত ঢাকা শহরেই বসবাস তার। এখানেই বড় হওয়া, লেখাপড়া এবং লেখালেখির শুরু। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা আহসান হাবীব বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি। গল্প লিখেই সাহিত্যচর্চার শুরু। ছোটবেলায় ডাকটিকেট জমানো ছিল প্রিয় শখ। বেড়াতে ভালোবাসেন। সময় আর পয়সা পেলেই বেরিয়ে পড়েন। একা নয় অবশ্য, সঙ্গে থাকে স্ত্রী কেয়া ও দুই সন্তান দিব্য আর দীপ্র।

মঈনুল আহসান সাবের এর বই সমূহ

Showing 1 to 13 of 13

View

Sort icon